জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে মাদারীপুরের রাজৈর উপজেলায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম খন্দকার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন শেখকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মাদারীপুরে জেলা যুবলীগের সভাপতি খালেদ হোসেন ইয়াদ ও সাধারণ সম্পাদক পাভেলুর রহমান শফিক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রাজৈর উপজেলা যুবলীগের ওই দুই নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় সর্বসম্মতিক্রমে তাদের যুবলীগের সব পর্যায়ের পদ ও কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।