মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাটে আড়িয়াল খাঁ নদে নৌকা থেকে পড়ে শাকিল খান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
শাকিল উপজেলার এনায়েতনগর এলাকার কালাই সরদারেরচর গ্রামের জলিল খানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খাসেরহাট থেকে বাড়ি ফেরার পথে নদী পাড় হওয়ার সময় চলন্ত ট্রলার থেকে পানিতে পড়ে ডুবে যান শাকিল। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন ও ডুবুরিরা নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে এনায়েননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অন্ধকারে ট্রলার চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তাই তিনি রাতে ট্রলার চলাচল বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, রাতের অন্ধকারে যাতে ট্রলার চলাচল না করে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।