মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট উত্তর পাড়ে আজ শনিবার বিএনপি’র পথসভা পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। মাদারীপুর সদর উপজেলার চরমুগরীয়া বিএনপির কর্মী সমাবেশ সফল করার জন্য ঢাকা থেকে বিএনপি’র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক হেলেন জেরিন খাঁন মাদারীপুরের উদ্যেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাজৈর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি সামচুল হক হাওলাদারের ছেলে আরিফ হাওলাদারের নেতৃত্বে টেকেরহাট বন্দরে নেতা কর্মীদের সম্বর্ধনা ও পথ সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। পুলিশের বাধার মুখে তারা টেকেরহাট উত্তরপাড় পপুলার হাই স্কুল এন্ড কলেজের সামনে পথসভা শুরু করে। কিছুক্ষন পর পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মানিক আকন, জামাল খোন্দকার, রাসেল শেখ ও আলামীন শেখ নামে ৪ জনকে আটক করে নিয়ে যায়।
এব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক হেলেন জেরিন খাঁন জানান, আমাদের নেতা কর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ করছিল । হঠাৎ পুলিশ এসে তাদের ধাওয়া দিয়ে আমাদের পথসভা পন্ড করে দেয়। একটা গনতান্ত্রিক দেশে এগুলো মেনে নেওয়া যায়না।
রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, বিএনপি’র লোকজন রাস্তা বন্ধ করে পথসভা শুরু করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করে।
source:rajoirnews.com