মাদারীপুরের শিবচরে শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্ঠি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে । পৌর মেয়র আওলাদ হোসেন খান এ প্রকল্পের উদ্বোধন করেন ।
জানা যায় , বৃহস্পতিবার দুপুরে শিবচর পৌরসভা মিলনায়তনে মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর আয়োজনে শহরবাসীর জন্য ন্যায় বিচারের সুযোগ সৃষ্ঠি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে পৌর কাউন্সিলর , শিক্ষক , সাংবাদিক , ইমাম , পুরোহিত , ব্যাবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ গ্রহন করে । অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান এ প্রকল্পটির উদ্বোধন করেন । এসময় পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান , সংরক্ষিত আসনের কাউন্সিলর মলি রায় , শিবচর প্রেস ক্লাব সভাপতি একেএম নাসিরুল হক , সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার , নন্দকুমার মডেল ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ , শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম , সংস্থাটির প্রধান সমন্বয়কারী খান মোঃ শহীদ , প্রকল্প সমন্বয়কারী মোঃ ইব্রাহিম মিয়া প্রমূখ বক্তব্য রাখেন