প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ৯উপলক্ষে মাদারীপুরের শিবচরে ছাত্রলীগের আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
জানা যায় , প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সকালে শিবচর উপজেলা ছাত্রলীগের আয়োজনে আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয় । র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয় এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় জেলা ছাত্রলীগের সহ সভাপতি আকরাম খান , উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আসিফ মাদবর, পৌরসভা ছাত্রলীগ সভাপতি হাবিব বেপারী, সাধারন সম্পাদক সৌরভ রায়, সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি কাজী শাওন, সাধারন সম্পাদক ইয়াজুল তালুকদার রুবেল, ইলিয়াস আহম্মেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আবির হোসেন সাদ্দাম, রিজিয়া বেগম মহিলা কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মরিয়ম আক্তার, সাধারন সম্পাদক নাসরিন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন ।