মাদারীপুরের রাজৈর সরকারি রাজৈর ডিগ্রী কলেজ ক্যাম্পাসে আজ মঙ্গলবার সকাল ১১টায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ।মেলা উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা পারভীন।এ সময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র শামীম নেওয়াজ,সহকারী কমিশনার ভূমি মোঃ মোশারেফ হোসেন,সরকারি রাজৈর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা,রাজৈর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান,সমাজ সেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিব কুমার বালা,উপজেলা শিক্ষা অফিসার মইনুল ইসলাম প্রমুখ।মেলায় রাজৈর নিউজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ইউনিয়ন ও পৌর তথ্য সেবার ২৫টি স্টল বসছে।