সশস্ত্র ডাকাত দলকে রুখে দিয়েছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার গৃহবধূ নিশাত জাহান লাবনী।
শুক্রবার গভীর রাতে উপজেলার টেকেরহাট বন্দরের পূর্বসরমঙ্গল গ্রামে ডাকাতদের রুখে দেন তিনি।
নিশাত জাহান লাবনী ওই এলাকার সুমন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ৬-৭ জনের অস্ত্রধারী ডাকাত দল সুমন মিয়ার বাড়ির গেটের তালা ভেঙে ঘরে ঢোকে। নিশাত জাহান লাবনী টের পেয়ে চিৎকার দিলে দুই ডাকাত তার ওপর আক্রমণ করে।
এসময় গৃহবধূ লাবনী দা দিয়ে ওই ডাকাতদের কুপিয়ে জখম করে। এসময় অন্য ডাকাতরা এগিয়ে এসে আহত ডাকাতদের নিয়ে পালিয়ে যায়।
রাজৈর থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া চাপাতি ও ছেনি (ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়েছে।
এদিকে এ খবর জানাজানি হলে ওই সাহসী গৃহবধূকে এক নজর দেখতে এলাকার শতশত নারী-পুরুষ তার বাড়িতে ভিড় জমায়।