বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রবিবার দিবাগত রাত পর্যন্ত নৌমন্ত্রী শাজাহান খান মাদারীপুরে থাকবেন। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের ইফতার মাহফিলে অংশ গ্রহণ করবেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। ইফতার শেষে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন এবং রাত্রি যাপন করবেন। শুক্রবার সকাল ১০ টায় কালিকিনি উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে উপস্থিত থাকবেন। শনিবার ১১টায় মাদারীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রমে অংশ নিবেন। সন্ধ্যা ৬টায় মাদারীপুর জেলা শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদে ইফতার করবেন। রবিবার সকাল ১১টায় রাজৈর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শেষ করে ঢাকার উদ্দেশ্যে মাদারীপুর ত্যাগ করবেন।