১২শ ৭পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: বরিবার মাদারীপুর র্যাব ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্সের নেতৃত্বে ফরিদপুর জেলার ফরিদপুর জেলার ভাংগা থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ১২শ ৭পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাংগা থানার মিয়াপাড়া গ্রামে জনৈক ফকির বাড়িতে কতিপয় ব্যক্তি ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী উজ্জল ফকির (২৮) দৌড়ে পালানোর চেষ্টা করে। সেসময় র্যাব সদস্যরা তাকে আটক করে। উজ্জল ফকিরের স্বীকারোক্তিতে তার বসত বাড়িতে তল্লাসি করে ১২শত ৭ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রির ৪২ হাজার ৩ শত টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী উজ্জ্বল ফকির ফরিদপুর জেলার ভাংগা উপজেলার মিয়াপাড়া গ্রামের আইয়ুব আলী ফকিরের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা, টাকা ও মোবাইলসহ মাদক ব্যবসায়ী উজ্জ্বলকে ভাংগা থানায় হস্তান্তর করেছে র্যাব।