গোপালগঞ্জের কোটালীপাড়ায় বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বিদ্যুতায়িত হয়ে সোহাগ শেখ (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সোহাগ ওই গ্রামের খবির শেখের ছেলে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ওই গ্রামের নূর মোহাম্মদ শেখের মাছের ঘেরে চুরি ঠেকাতে চারপাশে বৈদ্যুতিক ফাঁদ দেওয়া হয়। ওই ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন সোহাগ। পরে উদ্ধার করে কোটালীপাড়া উপজো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সোহাগ মারা যায়।