মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খবর দেখে ম্যাজিষ্ট্রেট জান্নাতারা নাহিদ ও ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান এর নেতৃত্বে আজ বৃহষ্পতিবার দুপুরে রাজৈর উপজেলার তাঁতাীকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। বালু উত্তোলনের সময় ভ্যাম্যমান আদালত ড্রেজারটি আগুনে পুড়িয়ে দেয়। এ সময় প্রায় ৫০টি প্লাষ্টিকের পাইপ কেটে ফেলা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁতীকান্দা গ্রামের ইদ্রিস মাতুব্বরের ছেলে এমদাদ(৩৫), ত্রেতার ছেলে সুকচান(৩০) এবং মনি(৩৫)কে আলাদা আলাদাভাবে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতারা নাহিদ রাজৈর থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন এবং সাজা প্রদান করেন।