মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুরে বেপরোয়া মোটরসাইকেলের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলের দুই অারোহী স্কুল ছাত্রদের অাটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজৈর উপজেলার কবিরাজপুরে নিলখি রোডে মোটরসাইকেলের সাথে নিহত বৃদ্ধের মুখমুখি সংর্ঘষ হলে গুরুতর অাহত অবস্থায় কবিরাজপুর কমিনিউটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছমির উদ্দিন মাতুব্বর (৬০) কে মৃত ঘোষনা করে।
নিহত ছমির উদ্দিন মাতুব্বর শ্রীকৃষ্ণদির মৃত হোসেন মাতুব্বরের ছেলে। মোটরসাইকেল অারোহীরা একই এলাকার কবিরাজপুর সিহাব মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মুররছালিন মাতুব্বর (১৬)ও সুৃমন মোড়ল(১৬)কে কবিরাজপুর নৌ ফাঁরীর পুলিশ অাটক করে।
রাজৈর থানার ওসি মোঃ জিয়াউল মোর্শেদ বলেন,ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীরা মামলা করলে অাইনি ব্যবস্থা নেওয়া হবে।