গৌরনদীর হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের আস্তর খসে গত রবিবার চার শিক্ষার্থী আহত হয়েছে। এছাড়াও গত এক সপ্তাহের ব্যবধানে আহত হয়েছেন দুই শিক্ষক। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুলভবনটি পরিত্যাক্ত ঘোষণা করায় বর্তমানে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে খোলা আকাশের নিচে। আহত ছাত্ররা হলো- প্রথম শ্রেণীর মনির হোসেন, পঞ্চম শ্রেণীর আনিসুর রহমান, রবিন, ও অনিকুল। ২৪ এপ্রিল প্রধান শিক্ষক এস এম খলিলুর রহমানের মাথার ওপর আস্তর খসে পড়লে তিনিও আহত হন। এর ্কয়েকদিন আগে আহত হন সহকারী শিক্ষক মাওলানা ইউসুব আলী। প্রধান শিক্ষক এসএম খলিলুর রহমান জানান, দুই বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নুতন ভবন তৈরির দাবি জানিয়ে আবেদন করেছি। কিন্তু এব্যাপারে এখনও কোন পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী ১০ বান্ডিল টিন দেয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু নিজস্ব অর্থায়নে ওই টিন দিয়ে অস্থায়ী ঘর নির্মাণের আশ্বাস দিয়েছেন।
Source: Ittefaq