কর্তৃপক্ষের অবহেলায় ২ নবজাতক মৃত্যুর ঘটনায় আজ সোমবার দুপুরে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিক সিলগালা করে দিয়েছে প্রশাসন। এসময় ক্লিনিকে থাকা সকল রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়াত উদ দৌলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, রাজৈর থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, ঘটনার সত্যতা পেয়ে সোমবার দুপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হায়াত উদ দৌলার নেতৃত্বে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ও রাজৈর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ক্লিনিকের রোগীদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করার পর ঐ ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার বিকেলে রাজৈর উপজেলার নাগরদী গ্রামের শংকর বিশ্বাসের স্ত্রী কনিকা বিশ্বাসের প্রসব বেদনা উঠলে টেকেরহাট সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করা হয় তাঁকে। সেন্ট্রাল ক্লিনিকের ডাক্তার অপূর্ব কুমার মল্লিক ও মালিক এমদাদুল হক বয়াতী নিজেরাই ডাক্তার সেজে সিজার করেন। সিজার করার পর নবজাতক সাথে সাথেই মারা যায়। একই দিন রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী শিউলি বেগমের সিজারের পর তাঁর নবজাতক ভুল চিকিৎসায় মারা যায়।