অবৈধ নসিমন, করিমন, ইজিবাইক, মাহেন্দ্র, আলমসাধু, শ্যালোইঞ্জিন চালিত যানবাহন ও ভাড়ায় চালিত বিআরটিসি বাস বন্ধের দাবিতে দক্ষিণাঞ্চলের ১৮টি রুটে পরিবহন ধর্মঘট শনিবার দ্বিতীয় দিনের মতো চলছে।
পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের ডাকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট শুরু হয়। খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাদারিপুর ও গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের সকল বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের যৌথ সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, তাদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে যোগাযোগ মন্ত্রণালয় দেশের বিভিন্ন মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। কিন্ত দীর্ঘদিনেও মহাসড়কে ওই সব অবৈধ ইজিবাইক, মহেন্দ্র, নছিমন, করিমন চলাচল ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধ হয়নি।
এছাড়া গত ২০১১ সালের ২২ মে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে এক সভায় ওই বছর ৬ জুনের মধ্যে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল। এ অবস্থায় মালিক ও শ্রমিকদের ৮টি সংগঠনের সর্বশেষ যৌথ সভায় সিদ্ধান্ত অনুযায়ী তারা অনিদিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করেছে। তাদের দাবি আদাই না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।