টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে শিবচরের সাধারণ মানুষ। এতে শহরের বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার বৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তায় চলাচলকারীদের। ভোগান্তি নেমে আসে নিম্নআয়ের মানুষের। এদিকে শিবচরের চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আধাপাকা ধান পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে এ মৌসুমের উঠতি ফসল পাট। জেলার হাজার কৃষক এখন দিশেহারা। কৃষকরা জানান, বৃহস্পতিবার দুপুরের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে চরাঞ্চলের ফসলের। প্রবল বর্ষণে উঠতি মৌসুমের ইরি-বোরো ধানের অধিকাংশ জমিই পানিতে ডুবে গেছে। পাট ক্ষেতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম হতাশা বিরাজ করছে কৃষকদের মাঝে। বিশেষ করে, শিবচর উপজেলার কুতুবপুর, চরজানাত, বহেরাতলা, দত্তপাড়া, কাঁঠালবাড়ি কাদিরপুর, পাচ্চর, চরজানাজাত, মাদবরচর ও বন্দরখোলাসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নঅঞ্চলের ব্যাপক এলাকার কৃষক ক্ষতির শিকার হন। পাট ক্ষেতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম হতাশা বিরাজ করছে কৃষকদের মাঝে। ঝড়ে কাঁচা-পাকা প্রায় শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রচ- বেগে ঝড় শুরু হয়। ঝড়ে বহেরাতলা ইউনয়নের টেকেরহাট সাহেরা নাসির টেকনিক্যাল কলেজে ও টেকেরহাট কিন্ডার গার্টেনের টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। অন্যদিকে শিবচর উপজলার বিভিন্ন স্থানে ঝড়ে শিবচর-পাঁচ্চর সড়কের পাশের গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে গেছে। এতে ২২০ ভোল্টের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। শিবচর উপজেলার অধিকাংশ এলাকা এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ঝড়ে কাঁচা-পাকা প্রায় শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল) এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।