বিজ্ঞাপনই ব্যবসার প্রাণ। শুধু একটি ভালমানের বিজ্ঞাপন পণ্যের বিক্রি কয়েকগুণ বৃদ্ধি করে দিতে পারে। কিন্তু আপনার ব্যবসা যদি কেবল শুরু হয় তবে বিজ্ঞাপনের জন্য আপনার বাজেট নাও থাকতে পারে। অথবা বিজ্ঞাপনের টাকা আপনার মূলধন আরেকটু বৃদ্ধি করবে বলে সাধারণত বিজ্ঞাপন দেওয়া হয়না। তারপরেও সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছতে এখানে কিছু বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়ার উপায় আলোচনা করা হল।
ওয়েব উপস্থিতি বাড়ান:
ইমেইলের মাধ্যমে হাজার হাজার গ্রাহকের কাছে এক নিমেষেই পৌঁছানো যায়। তথ্য জানাতে আপনার পণ্য বা ব্যবসা সম্পর্কে ইমেইল করুন। আর হ্যা, ইমেইল করার পূর্বে নিশ্চিত হয়ে নিন যে ব্যবসার লোগো ঠিকভাবে ব্যবহার করা হয়েছে।
টুইটার ব্যবহার করুন:
একটি ট্ইুটার অ্যাকাউন্ট ফ্রি‘তে খোলা যায়। আর এটি গ্রাহকদের সাথে সহজেই যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করতে পারেন। যারা আপনার পণ্য ব্যবহার করছেন তাদের অনুসরণ করুন। মনে রাখবেন আপনার প্রতিটি টুইট আপনার ব্যবসার প্রসারে কাজ করবে। আপনার বিজনেস টুইটার মানুষ কেন ফলো করবে তার একটি যুক্তিযুক্ত ও আকর্ষণীয় ব্যখ্যা সবাইকে জানিয়ে দিন।
ফেসবুক পেজ তৈরি করুন:
বর্তমানে বহির্বিশ্বের মত বাংলাদেশেও ব্যবসায়ের জন্য ফেসবুক পেজ খোলার প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এটি যে ফ্রি খোলা যায় তা আর বলার অপেক্ষা রাখেনা। যারা আপনার পেজে লাইক দিচ্ছে তাদের সাথে পেজের মাধ্যমে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন। গ্রাহকের কাছ থেকে আপনার পণ্য সম্পর্কে মতামত চেয়ে মাঝে মাঝে পোস্ট দিলে গ্রাহক আপনার সাথে থাকার চেষ্টা করবেন।
ইলপ ওয়েবসাইট ব্যবহার করুন:
ইলপ(yelp) একটি ওয়েবসাইট যেখানে ক্রেতাদের পর্যালোচনা ও ব্যবসার সুপারিশ করার সুযোগ রয়েছে। ইয়েপ পেজ আপনার ব্যবসায়ের তথ্য এবং ব্যতিক্রম অফারের খবর জানাতে সাহায্য করবে।
গুগল প্লেস তালিকা তৈরি করুন:
গুগল প্লেসে আপনার বিজনেস স্থান সংয্ক্তু করুন, যেন লোকে সহজেই আপনাকে খুুঁজে পাওয়ার পাশাপাশি আপনার বিজনেস রিভিউ দেখতে পারে সে বিষয়েও নিশ্চিত হোন। ব্যবসার জন্য অবশ্যই একটি নির্দিষ্ট ইমেইল ঠিকানা ব্যবহার করুন।
লিংক যোগ করুন:
সেটিংস থেকে ইমেইল কিংবা অন্য কোন বার্তায় আপনার ব্যবসায়ের ওয়েব ঠিকানা লিঙ্ক করে দিন।
মিডিয়া কভারেজ পেতে চেষ্টা করুন:
সাধারণত কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) পালনের মাধ্যমেও মিডিয়া কভারেজ পাওয়া যায়। অথবা একটি বিশেষ প্রকল্প হাতে নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনার ব্যবসা সম্পর্কিত টিভি রেডিওতে কোন অনুষ্ঠান করা যায় কি না ভেবে দেখুন। এ সম্পর্কিত শো করার জন্য আপনি মিডিয়াগুলোকে প্রস্তাব দিতে পারেন। তাদের লাভ হলে তার আপনার প্রস্তাব প্রত্যাখান করবেন না।
কলামলেখকের সাথে যোগাযোগ করুন:
অনেক পত্রিকায় কিছু বিশেষজ্ঞ কলাম লেখক আছেন। অনেকেই ব্যবসায়ের নতুন দিক নিয়ে কলাম লিখে থাকেন। তাদেরকে আপনার ব্যবসাকে একটি বিষয় হিসাবে উপাস্থপন করে একটি কলাম লেখতে অনুরোধ করতে পারেন।
জোট তৈরি করুন:
পরিপূরক সেবা সেবা প্রদান করবে এমন প্রতিষ্ঠানের সাথে একসাথে হয়ে ব্যবসা করতে পারেন। যদি আপনি বইয়ের ব্যবসা করেন তবে প্রকাশক ও লেখকদের সাথে ব্যবসায়ের যে কোন দিক সংযুক্ত করা যায় কি না তা ভেবে দেখুন। তাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন।