আজ রাত সাড়ে ৮টায় এসএ টিভিতে প্রচার শুরু হচ্ছে রিয়ালিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর। প্রতি শুক্রবার একই সময় প্রচারিত হবে এই প্রতিযোগিতাটি। প্রথম দিকে দেখা যাবে ঢাকা বিভাগের অডিশন। নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের অডিশন দিয়ে শুরু হয়ে দেশের বাকি বিভাগের অডিশনগুলোর চিত্র উঠে আসবে ধারাবাহিক এই পর্বগুলোর মধ্য দিয়ে। এই আয়োজনের অন্যতম বিচারক গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘বাংলাদেশে নির্মিত রিয়ালিটি শোগুলোয় আগে যা ঘটেনি, সেটাই ঘটবে এই শো-তে। শুধু চোখ রাখুন টিভি পর্দায়।’ ডেল্টা বে-র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশি আইডলের প্রযোজক মঈনুল হোসেন মুকুল বলেন, “বিশ্বের অন্যতম বৃহৎ টিভি অনুষ্ঠান প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল মিডিয়ার সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী ‘আইডল’ সিরিজের আন্তর্জাতিক মান বজায় রেখেই এ প্রতিযোগিতার আয়োজন করেছি।”
আইয়ুব বাচ্চু ছাড়াও বাংলাদেশি আইডলের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর ও মেহরীন। উপস্থাপনায় হিল্লোল ও সামিয়া আফরিন।
উল্লেখ্য, এর আগে ৪৮টিরও বেশি দেশে হয়েছে আইডল প্রতিযোগিতা। এবার প্রথমবারের মতো হচ্ছে বাংলাদেশে।