মা ও শিশুর বিশেষ বন্ধনকে তুলে ধরার লক্ষ্য নিয়ে মা ও শিশুর জুটি নিয়ে আবারও শুরু হতে যাচ্ছে ‘ডেটল সেরা আমি সঙ্গে মা ২০১৩’ প্রতিযোগিতা। মা ও শিশু একসঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নেবে। আর বিভিন্ন পর্বের মাধ্যমে বেছে নেওয়া হবে সেরা ‘মা ও শিশু’।
প্রতিযোগিতার প্রধান বিচারক থাকছেন অভিনেত্রী শম্পা রেজা, সাবেরী আলম ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। ৭ থেকে ১২ বছরের শিশুরা তাদের মাকে নিয়ে এতে অংশ নিতে পারবে।
রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন www.dettol.com.bd-এই ওয়েবসাইটে।