আমেরিকার নিউ ইয়র্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নিউ ইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড-৯ থেকে এ শহীদ মিনারের অনুমোদন মিলেছে। মূলধারার রাজনীতিবিদ এন মজুমদার অনুমোদনে বিষয়টি নিশ্চত করেন।
মজুমদার জানান, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের চেষ্টার ফসল হিসেবে কমিউনিটি বোর্ডে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছ। পার্কচেস্টারের ইউনিয়ন পোর্ট রোডে অবস্থিত পার্কে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণ করা যাবে।
শহীদ মিনারের নকশাসহ যাবতীয় কাজ সম্পাদন করবে এ প্রকল্পের স্পন্সরকারী সংগঠন ‘বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ এবং ‘জাতীয় শহীদ মিনার স্থাপন বোর্ড।’
তবে অগ্রাধিকার পাবেন ভাষার জন্যে সংগ্রামে নিবেদিতপ্রাণ প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা।