মাদারীপুর সদর উপজেলার ২নং শকুনী এলাকায় এক যুবকে শুক্রবার রাতে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ২নং শকুনী এলাকার ইছাহাক সরদাররের ছেলে শাহজাহানকে (৩২) ইটেরপুল এলাকায় আল-আমিন নামে এক যুবক পিটিয়ে গুরুতর আহত করে।
শাহাজাহানকে গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানকার কর্তব্যরকত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
এ ঘটনায় ঘাতক আল-আমিনকে পুলিশ আটক করেছে।
মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার মাসুদ খান জানান, শহরের থানতলি এলাকার হয়রত আলি সরদারের ছেলে আল-আমিন শুক্রবার রাতে শাহজাহান নামে এক যুবকে পিটিয়ে গুরুতর আহত করে পরে সে মারা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
এছাড়া আরো দুজনকে পিটিয়ে মেরেছে বলেও স্বীকারুক্তিমূলক জবান বন্দি দিয়েছেন শাহজাহান। তবে আল-আমিনকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।