গতকাল মাদারীপুরের শিবচর খানকান্দি সৈয়দ আশরাফ উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নৌ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নুর-ই-আলম চৌধুরী লিটন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার সারা দেশে স্কুল-কলেজে অনলাইন কম্পিউটার ল্যাব স্থাপন করছে। এসব ল্যাব শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ জনগণও ব্যবহার করতে পারবে। পাঁচটি কম্পিউটার, দুটি মডেম, প্রিন্টারের সমন্বয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ ল্যাবটি স্থাপন করেছে। শিবচরের আরো তিনটি কলেজ ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের ল্যাব স্থাপন করা হচ্ছে।