কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে গত শুক্রবার রাত ১১টায় ফিরোজা বেগম(২৮) নামের এক যুবতীকে হত্যার চেষ্টাকালে হেমায়েত সরদার(৪০) নামের এক যুবককে গণধোলাই দিয়েছে গ্রামবাসী।
জানাগেছে, গত শুক্রবার রাতে গোপালপুর গ্রামের আরজআলী সরদারের ছেলে হেমায়েত সরদার বাড়ির পাশের পুকুর পাড়ে ফিরোজা নামের এক যুবতীকে হত্যার চেষ্টা চালায়। এসময় পাশের রাসত্মা দিয়ে যাওয়ার সময় পথচারীরা চিৎকার শুনে এগিয়ে আসে এবং তাকে গণধোলাই দিয়ে ফেলে রাখে। খবরপেয়ে সাকালে আশংকাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
গ্রামবাসী অটোচালক আবুল মিয়া জানায়, রাত ৮টায় মাদারীপুরের মস্ত্তফাপুর ষ্ট্যান্ড থেকে অটোযোগে মেয়েটিকে হেমায়েত সরদার তার স্ত্রী দাবী করে বাড়িতে আনে। কিন্তু তার কয়েক ঘন্টা পরে হত্যার চেষ্টা চালায়।’
ভূক্তভোগী ফিরোজা জানায়, শরিয়তপুরের নরিয়া উপজেলার ধুমমারা ইউনিয়নের পূর্ব নলতা গ্রামের এলাহি বস্কের মেয়ে সে এবং তাকে বিয়ের প্রলোভন দিয়ে আনা হয়েছে।
গ্রামবাসী জানায়, গত বছরেও হেমায়েতের বাড়ির পাশের পুকুর থেকে অজ্ঞাত যুবতির লাশ উদ্ধার করা হয় এবং নিজের ছোট ভাইকেও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।