মন্ত্রী থেকে বাদ পড়ার পর এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায়ও নেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মাদারীপুর-৩ আসনে তার স্থলাভিষিক্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
মন্ত্রী থেকে বাদ পড়ার পর এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায়ও নেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। মাদারীপুর-৩ আসনে তার স্থলাভিষিক্ত হয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী ও টানা চারবারের এমপি সৈয়দ আবুল হোসেন এবার বাদ পড়লেন বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর গঠিত সরকারে আবুল হোসেন যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলে ২০১২ সালের ২৩ জুন তিনি পদত্যাগ করেন। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পদ্মা সেতু নির্মাণ করার ওয়াদা ছিল। সরকার গঠনের পর এক মেয়াদে সেতু নির্মাণ কাজ সম্পন্ন করার ঘোষণা দেন আবুল হোসেন। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় তা আর সম্ভব হয়নি।
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বরিশাল বিভাগের দায়িত্ব পালন করছেন।