মাদারীপুরের কালকিনিতে মিয়ারহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছুটির ঘণ্টা না দেয়ায় তুলকালাম কাণ্ড ঘটেছে। এ ঘটনায় ইউএনও মোহাম্মদ ফজলে আজিমের সমঝোতায় শুক্রবার বিকালে বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল হক পাইক মঙ্গলবার বিকাল ৪টা বাজলেও ছুটির ঘণ্টা না দেয়ায় বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীদ্বয় সায়েদ খাঁ ও হালান মিয়াকে জুতাপেটা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা স্থানীয় লোকজন নিয়ে ফজলুল হককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার দিকে পালিয়ে যেতে গেলে বিক্ষুব্ধরা তাকে মারধর করেন। খবর পেয়ে শিক্ষক নেতা এইচ এম নজরুল ইসলাম ও বিএম হেমায়েত হোসেন এবং কালকিনির থানার এসআই ওয়াদুদ হোসেন ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। রাতে ইউএনও মোহাম্মদ ফজলে আজিমের হস্তক্ষেপে শিক্ষক নেতা, পুলিশ ও স্থানীয়দের উদ্যোগে আপস মীমাংসা অনুষ্ঠিত হয়। এতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কর্মচারী সায়েদ খাঁ ও হালান মিয়াকে বরখাস্ত করা হয়।