মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইউনিয়ন পরিষদ ভবনের শুভ উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে নয় টায় স্থানীয় সাংসদ ও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন ও ইউপি ভবন শুভ উদ্বোধন করেন।
সবশেষে কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে সদস্য আওলাদ হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, সরদার মোঃ লোকমান হোসেন, মসিউর রহমান সবুজ। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এস এম বজলুর রহমান, গ্যালাঙ্ীর ব্যবস্থাপনা পরিচালক শ.ম. গোলাম কবির, আওয়ামীলীগ নেতা এ বি এম হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল আহসান সেলিম, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজন ও কলেজ ছাত্রলীগের সভাপতি ইবন হোসেন বাচ্চু।