শিবচরে সিমেন্টবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৮ দলের ডাকা টানা অবরোধের দ্বিতীয় দিন বুধবার দিনগত রাত ২টার দিকে পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের বাহাদুরপুর দুয়ারীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এতে ট্রাকটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। চাকাসহ অন্যান্য অংশ পুড়ে গেলে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
ট্রাকচালক দেলোয়ার জানান, রাত আনুমানিক দুইটার পর পর পাঁচ্চর থেকে শিবচরের উদ্দেশে ট্রাকটি বাহাদুরপুর এলাকায় আসলে রাস্তার ওপর ডুমুর জাতীয় গাছের গুঁড়ি ফেলা দেখে গাড়ির গতিরোধ করেন তিনি।
এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত এসে পেট্রোল জাতীয় কিছু দিয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে। তিনি শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরশেদ আলী বলেন, খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।