জেলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন (১৭) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌরসভা সদরে এ ঘটনা ঘটে।
সাজ্জাদ পৌরসভার উকিলপাড়ার ইউনুস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করার এক পর্যায়ে পা পিছলে পড়ে যান সাজ্জাদ। গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর নেয়ার পথে মারা যান সাজ্জাদ।
মাদারীপুর সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।