মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারে আগুনে ১৩টি দোকান ভস্মিভূত হয়েছে। গত বুধবার রাত ২ টায় এ ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা ও পরে দমকলবাহিনী মিলে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়িদের।
স্থানীয় ও বাজার সূত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের সাহেবরামপুর বাজারে গত বুধবার রাত ২ টার সময় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে আসে। প্রথমে স্থানীয়রা ও পরে গৌরনদী ও মাদারীপুরের দমকলবাহিনী মিলে প্রায় ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগি্নকান্ডে টিপু ইলেক্ট্রনিঙ্, মোক্তারের ফলের দোকান, জহির কসমেটিকস, দেলোয়ার, বারেক, খালেক ও সোহরাবের মুদি দোকান, ইউনুস পোল্ট্রি ফার্ম, সুজন মিষ্টান্ন ভান্ডার, মৃণাল, বিষ্ণু ও স্বপনের সেলুন এবং ইমরান মীরের ফলের দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যবসায়িরা। বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে তারা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এব্যাপারে ফল ব্যবসায়ি ইমরান মীর জানান, আমার ফলের দোকানের কিছুই নাই। প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ টি দোকান মিলে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় সাজেদুল ইসলাম বেলাল জানান, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। তবে প্রায় কয়েক মাস যাবৎ বাজারে কোন নৈশপ্রহরি নেই। তারা থাকলে অন্তত এত ক্ষতি হতো না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম জানান, সম্ভবত বৈদ্যুতিক ত্রুটির কারণেই অগি্নকান্ডের সূত্রপাত হয়েছে।