কাফনের কাপড়সহ দাফন সামগ্রী পাঠিয়ে মাদারীপুরের শিবচরে এক প্রবাসীর কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেছে চাঁদাবাজরা। চাঁদাবাজদের চিঠি বহন করার সময় লালমিয়া গাছি (৪৫) নামের পত্র বাহককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের দাইয়ারচর গ্রামের মরহুম মোদাচ্ছের ক্বারীর দুই ছেলে জাকির আমেরিকা ও বাহালুল কানাডা থাকে। সম্প্রতি বাহালুল (৩১) দেশে ফিরে এক সপ্তাহ আগে বিয়ে করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাহালুল দরজা খুলে বাইরে বের হলে একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটের মধ্যে কাফনের কাপড় ছাড়াও দাফন সামগ্রী আতর, সাবান, গোলাপ জল, আগরবাতি ও মিষ্টি ছিল। হঠ্যাৎ এ ধরনের প্যাকেট দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বাহালুল তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বজনদের জানালে অনেকেই ছুটে আসেন।
এর আধা ঘণ্টা পর আরেক ব্যক্তি ভ্যান নিয়ে এসে পরিবারের সদস্যদের কাছে একটি চিঠি দেয়। চিঠিতে সর্বহারা পার্টি পরিচয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় চিঠিতে। স্থানীয়রা পত্রবাহককে আটক করে পুলিশে খবর দিলে শিবচর থানা পুলিশের একটি দল লালমিয়া গাছি (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করে। লালমিয়া নিজেকে ভ্যানচালক দাবি করে চিঠি এক যুবক দিয়েছে বলে জানান। এ ব্যাপারে রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের দাইয়ারচর গ্রামের মরহুম মোদাচ্ছের ক্বারীর দুই ছেলে জাকির আমেরিকা ও বাহালুল কানাডা থাকে। সম্প্রতি বাহালুল (৩১) দেশে ফিরে এক সপ্তাহ আগে বিয়ে করেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাহালুল দরজা খুলে বাইরে বের হলে একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটের মধ্যে কাফনের কাপড় ছাড়াও দাফন সামগ্রী আতর, সাবান, গোলাপ জল, আগরবাতি ও মিষ্টি ছিল। হঠ্যাৎ এ ধরনের প্যাকেট দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। বাহালুল তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বজনদের জানালে অনেকেই ছুটে আসেন।
এর আধা ঘণ্টা পর আরেক ব্যক্তি ভ্যান নিয়ে এসে পরিবারের সদস্যদের কাছে একটি চিঠি দেয়। চিঠিতে সর্বহারা পার্টি পরিচয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় চিঠিতে। স্থানীয়রা পত্রবাহককে আটক করে পুলিশে খবর দিলে শিবচর থানা পুলিশের একটি দল লালমিয়া গাছি (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করে। লালমিয়া নিজেকে ভ্যানচালক দাবি করে চিঠি এক যুবক দিয়েছে বলে জানান। এ ব্যাপারে রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।